হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের অলিউর রহমান ইসমাইল ব্যক্তি উদ্যোগে বিভিন্নজনের সহযোগিতা নিয়ে বন্যার্তদেরকে প্রায় ১৪ লাখ টাকার কাপড় ও খাদ্যসামগ্রী দিচ্ছেন।
এই উদ্যোগে সহযোগিতার হাত প্রসারিত করেন, বন্ধু-স্বজন সেতুবন্ধন এসোসিয়েট সদস্য আরিফ হাসান তরফদার, টিপু সুলতান, জামাল, সুমন জি কে গাফ্ফার, লেবু, দেওয়ান আহম্মেদ নিয়াজ, স্বপন তরফদার, তানভির আহম্মেদ, জাবেদ ওমর, মাহিন ও চৌধুরী রেজুয়ান সহ অনেকেই। সহযোগিতা করছেন হবিগঞ্জ উচ্চবিদ্যালয় ব্যাচ ৮৮ এর শাহ আলম চৌধুরী মিন্টু ও নাজমুল। এভাবে সংগৃহীত অর্থে কেনা ত্রাণসামগ্রী বিতরণও শুরু হয়ে গেছে।
বৃহস্পতিবার হবিগঞ্জের কালাডুবা থেকে শুরু করে আজমিরীগঞ্জ, বানিয়াচং ও বিতঙ্গল এলাকায় বন্যাকবলিত মানুষের হাতে ৭ লাখ টাকার সার্ট, পেন্ট, পাঞ্জাবি ও শিশুদের পোশাক এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অবশিষ্ট ৭ লাখ টাকার ত্রাণসামগ্রী লাখাই উপজেলার বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।
অলিউর রহমান ইসমাইল জানান, মানবতার কল্যাণে কাজ করাই তার লক্ষ্য। এই দুর্যোগে প্রত্যেক মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। যারা তাকে সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply