হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের খাদ্য গুদামে প্রধান অতিথি হিসাবে এই ধান ও চাল ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মো আবু জাহির।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক থুয়াই প্রু মার্মা ও হবিগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো সাইফুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের কৃষকদের পাশে আছে ও কৃষিতে ভর্তুকি দিচ্ছে তা বিশ্বে বিরল। আর কোন দেশে কৃষকদের জন্য এত ভর্তুকি দেওয়া হয় না। কৃষিবান্ধব শেখ হাসিনার সরকার কৃষিতে অব্যাহতভাবে ভর্তুকি দিয়ে সুলভ মূল্যে সার সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রেখেছে।
খাদ্য বিভাগ জানায়, হবিগঞ্জ জেলায় এবার সরকারিভাবে আভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় ১৩ হাজার ৬০৬ মেট্রিক টন চাল ও ১৬ হাজার ২০৬ টন বোরো ধান সংগ্রহ করা হবে। চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা কেজি। প্রতিকেজি ধানের মূল্য ২৭ টাকা। লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে।
Leave a Reply