হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে বোরকা পরে ক্লাসে আসায় লাঞ্ছনার দায়ে এক খণ্ডকালীন শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।
শহরের মাহমুদাবাদ এলাকার সাদিয়া আক্তার ৭ম শ্রেণিতে উঠার পর থেকেই ক্লাসে বোরকা পড়ে আসা-যাওয়া করছিল। এমনকি প্রাইভেট পড়তে গেলেও সে বোরকা পরে যায়; কিন্তু বৃহস্পতিবার ৮ম শ্রেণির গ শাখার ক্লাসে বোরকা পরে গেলে ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করেন ও শাস্তি দেন শিক্ষিকা মৌসুমী রায়। বিষয়টি শিক্ষার্থীর পরিবার থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়।
অন্যদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলা প্রশাসক ইশরাত জাহানের নজরে আসে। তিনি রবিবার রাতে জেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ শিক্ষকদের নিয়ে জরুরি সভা করেন।
হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানম জানান, অভিযুক্ত শিক্ষিকা মৌসুমী রায়কে সোমবার বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিযে প্রচারণা থেকে বিরত থাকতে জেলা প্রশাসন সবাইকে অনুরোধ জানিয়েছে।
Leave a Reply