হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়া জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের বেশিরভাগই হবিগঞ্জ শিল্পাঞ্চলের বিভিন্ন কোম্পানির শ্রমিক। স্বাস্থ্য বিভাগ অবিলম্বে ডেঙ্গুর বিস্তৃতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা রথীন্দ্র চন্দ্র দেব জানিয়েছেন, প্রায় এক মাসে হবিগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গুয় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮১ জন রোগী। এর মধ্যে স্টার সিরামিক্স নামের কোম্পানির শ্রমিকই ১৫ জন। বর্তমানে ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শিল্পাঞ্চল থেকেই ডেঙ্গু রোগ ছড়াচ্ছে। তাই তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে শিল্প-কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply