হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর শুক্রবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনার আয়োজন করে। এছাড়া দিবসটি উপলক্ষে সেমিনারেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রোমানা আক্তার।
অনুষ্ঠানে এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জেলার ১০ জয়িতার হাতে সনদপত্র ও সম্মননা স্মারক তুলে দেওয়া হয়।
Leave a Reply