হবিগঞ্জ প্রতিনিধি : ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা-২০২২ শুরু হয়েছে।
জেলা প্রশাসনের নিমতলায় রবিবার সকালে এর উদ্বোধন করেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধন পর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো তৌফিকুল ইসলাম।
হবিগঞ্জ জেলা প্রশাসন ও সিলেট বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলায় ফলদ, বনজ ও ঔষধি সহ নানা প্রজাতির চারা নিয়ে ২০াট স্টল সাজানো হয়েছে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply