হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পিতা, বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো ফজলুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকাল ৮টায় হবিগঞ্জ শহরের ইনাতাবাদের বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তাকে গ্রামের বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার সৌলরীতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
ফজলুর রহমান চৌধুরী মহান ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মহান মুক্তিযুদ্ধে ভারতে ঢাল ক্যাম্পে ট্রেনিং ইনচার্জের দায়িত্ব পালন করেন তিনি। পরে ১১ নম্বর সেক্টরে কোম্পানি কমান্ডার হিসেবে হবিগঞ্জের আজমিরীগঞ্জ, কিশোগঞ্জের অষ্টগ্রাম, নিকলী ও ইটনা, নেত্রকোনার কলমাকান্দা, সুনামগঞ্জের তাহিরপুর এবং ময়মনসিংহের ভালুকা ও ফুলপুর থানা হানাদার মুক্ত করতে সম্মুখযুদ্ধে অংশ নেন। এই বীর মুক্তিযোদ্ধা ১৯৭২ সাল থেকে ৩২ বছর আজমিরীগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ভাগ্নে ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ফুফাতো ভাই। তিনি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর মামা।
Leave a Reply