হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মুক্তিবাহিনীর উপ সর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রব বীরউত্তমের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে সুরবিতান মিলায়তনে মেজর জেনারেল এম এ রব গবেষণা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি জিতু মিয়া চৌধুরী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ ও সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেলের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূঁইয়া লাকী, আব্দুল মোতালিব মমরাজ, সৈয়দ দারাজ, আব্দুর রহিমদ মেম্বার, পিন্টু দাস, মহিবুর রহমান চৌধুরী, সাদিকুল ইসলাম মুকুল ও নরুজ্জামান জাকী।
মিলাদ মাহফিল পরিচালনা করেন, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী।
আলোচনা সভায় মেজর জেনারেল এম এ রবের জন্মশতবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
Leave a Reply