হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের উচাইল গ্রামে বিষক্রিয়ায় সাথী আক্তার নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার দুই ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাথী আক্তার হবিগঞ্জ সদর উপজেলার উচাইল-চারিনাও গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তার মা ফাহিমা আক্তার জানান, শুক্রবার বিকেলে তিনি সন্তানদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। এর কিছুক্ষণ পরই তারা পেটে ব্যথা অনুভব করে কান্নাকাটি ও বমি করতে শুরু করে। সন্ধ্যায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথী আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় তার ভাই তোফাজ্জুল হোসেন (১০) ও রবিউল ইসলামকে (৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা হায়দার আলী জানান, সাথী আক্তার খাদ্যে বিষক্রিয়ায় মারা যেতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া স্পষ্টভাবে কিছু বলা যাবে না।
Leave a Reply