হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এসডিএম ফাউন্ডেশন ও গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে ও সিএসইএফের সহযোগিতায় এসডিএম ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম। বিশিষ্ট আইনজীবী চৌধুরী আবু বক্কর ছিদ্দিকীর সভাপতিত্বে ও এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাশ বৈষ্ণবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ ব ম আসাদুল আলম, অ্যাডভোকেট ইসরাইল মিয়া, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বদরুদ্দিন আহমেদ, সাংবাদিক এস এম সুরুজ আলী, প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, অরুণ কুমার দাশ, শামীম আহমেদ ও মো শাহজাহান।
অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় ৪ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply