বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ। দিনটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ’বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ-বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’।
শুক্রবার, ২৮ এপ্রিল সকালে জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়রম্যান, জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো হাসানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা পাল, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল মনসুর।
এর আগে বৃক্ষচারা রোপণ করা হয়।
Leave a Reply