হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার, মাস্টার কোয়ার্টার, সবুজবাগ, পুরাতন হাসপাতাল কোয়ার্টার, গোসাইপুর ও দক্ষিণ শ্যামলী এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শাপলা সংসদের সার্বিক সহযোগিতায় মুসলিম কোয়ার্টার চিল্ডেন পার্কে এই মাহফিলের আয়োজন করা হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাপলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও ডা আহমুদুর রহমান আব্দাল। পরিচালনা করেন, সৈয়দ মুশফিক হোসেন।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ও আইনজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply