হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মোবাইল ও ল্যাপটপ চোর চক্রের পুলিশ ২ সদস্যকে গ্রেফতার করেছে।
এ সময় এ দুজনের নিকট থেকে বিপুল সংখ্যক মোবাইল সেট, ল্যাপটপ, মেমোরি কার্ড ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সদর থানা পুলিশ চোর চক্রের এ দুই সদস্যকে গ্রেফতার করে। তারা হলো, বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের বিষ্ণুপদ দাসের ছেলে মিঠুন চন্দ্র দাস ও সদর উপজেলার দুলিয়াখাল এলাকার আব্দুল মন্নানের ছেলে নাজিম মিয়া। তাদের নিকট থেকে ৮২টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১৬টি মেমোরি কার্ড ও ১টি তালা ভাঙ্গার রেঞ্জ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান।
Leave a Reply