হবিগঞ্জ প্রতিনিধি : বিপুল পরিমাণ মাদক সহ হবিগঞ্জের মাদক ব্যবসায়ী সৈয়দ আলী ও তার সহযোগী বাদল মিয়াকে র্যাব-৯ আটক করেছে।
শনিবার দুপুরে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে বড় বহুলা গ্রামের সৈয়দ আলীর বাড়িতে অভিযান চালিয়ে এই দু জনকে আটক করা হয়।
এ সময় সৈয়দ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭৭০ পিস ইয়াবা টেবলেট, ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল, নগদ ৬২ হাজার ১৭০ টাকা, ১টি আইটেল মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ২০১৬ সাল থেকে সৈয়দ আলীকে আটকের চেষ্টা চালানো হচ্ছিল।
আটক সৈয়দ আলী হবিগঞ্জ জেলার ‘মাদক সম্রাট’ হিসেবেই পরিচিত। বাদল মিয়া তার প্রধান সহযোগী হিসেবে কাজ করছিল। তাদেরকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দ আলী বড় বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং বাদল মিয়া তৈয়ব আলী ছেলে।
Leave a Reply