হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে সাংসদ অ্যাডভোকেট আবু জাহির, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক মনীষ চাকমা ও পুলিশ সুপার বিধান ত্রিপুরা দুর্জয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
সকাল ৮টায় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ছিল নিমতলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এছাড়াও দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, উন্নত মানের খাবার পরিবেশন, মোনাজাত ও প্রার্থনা এবং মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
Leave a Reply