হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মোতাচ্ছিরুল ইসলাম এক দরিদ্র বিধবা মহিলাকে টিনসেড ঘর বানিয়ে দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে নিয়ে ঘরটি দেখতে গিয়ে তিনি জানান, সদর উপজেলার রামপুর গ্রামের হরেন্দ্র সরকার গ্রাম পুলিশের সদস্য ছিলেন। প্রায় ১৫ বছর আগে তিনি স্ত্রী আরতি সরকার ও দুই কন্যা সন্তান রেখে মারা যান। এরপর থেকে আরতি সরকার বাসায় বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। এভাবে চলতে চলতেই বড় মেয়ে জগতি সরকারকে বিয়ে দেন তিনি; কিন্তু দুটি সন্তান জন্মদানের পর মেয়েকে ফেলে রেখে জামাই অন্যত্র চলে যায়। এ অবস্থায় আরতি সরকারকে দুই মেয়ে ও তাদের সন্তানদেরকে লালন-পালন করতে হচ্ছে।
একেতো অভাবের সংসার। তারউপর বসতঘরটি জরাজীর্ণ। সারাতে না পারায় বৃষ্টি এলেই সবকিছু ভিজে যায়। একপর্যায়ের আরতি সরকার শরণাপন্ন হন মো মোতাচ্ছিরুল ইসলামের। সব শুনে আর সরেজমিনে পরিদর্শনে গিয়ে একসপ্তাহের মধ্যেই তাকে ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি যথারীতি রক্ষাও করলেন।
নতুন ঘর পেয়ে আরতি সরকার ও তার পরিবারের সদস্যরা আনন্দিত। এজন্যে তারা উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
Leave a Reply