হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মাদককে নির্মূল করার লক্ষ্যে বিট পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এ তথ্য জানান।
তিনি বলেন, মাদককে সমাজ থেকে নির্মূল করতে জেলায় ৯১টি বিট গঠন করা হয়েছে। ১ মার্চ থেকে বিট পুলিশ কাজ শুরু করেছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামছুল ইসলাম ভূঁইয়া, হায়াতুনবী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
Leave a Reply