এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : হবিগঞ্জে দাঙ্গা হাঙ্গামা রোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সাড়া জাগিয়েছে। আলোড়ন সৃষ্টি করেছে গ্রামেগঞ্জে। ইতোমধ্যে ফল ভোগ করতে শুরু করেছেন জেলাবাসী। এক বছরে মামলা কমেছে ৬ শতাধিক। এজন্যে সাধারণ মানুষ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে অভিনন্দিত করছেন।
একটি দাঙ্গাপ্রবণ এলাকা হিসেবে হবিগঞ্জ পরিচিতি পেয়েছিল সারাদেশে। প্রায় প্রতিদিনই তুচ্ছ বিষয় নিয়ে ঘটছিল খুন-খারাবি। সেই সাথে গোষ্ঠীগত দাঙ্গাতো ছিলই। এই পরিস্থিতি থেকে জেলাকে বের করে আনতে বছরখানেক আগে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা একটি পরিকল্পনা গ্রহণ করেন। লক্ষ্য হিসেবে বেছে নেন শিক্ষার্থীদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘুরে ঘুরে আয়োজন করেন, অপরাধের কুফল নিয়ে রচনা প্রতিযোগিতার। দাঙ্গা, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের কুফল নিয়ে তৈরি করেছেন প্রামাণ্যচিত্র। এসব থেকে শিক্ষার্থীরা অপরাধ কিভাবে সংগঠিত হয়, এর প্রভাবে কি ক্ষতি হতে পারে এবং অপরাধ থেকে নিজেদের কিভাবে দূরে রাখবে, সে সম্পর্কে জানতে পারছে।
সম্প্রসারিত বিট পুলিশিংয়ের মাধ্যমে ছোটখাটো বিরোধ সালিশে নিষ্পত্তি করে দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। দাঙ্গাপ্রবণ গ্রামবাসীরা আর দাঙ্গায় না জড়ানোর অঙ্গীকার করে নিজেদের দেশীয় অস্ত্রগুলো জনা দিয়েছেন পুলিশের কাছে। গত বছর জেলায় মামলার সংখ্যা ছিল ২৮১৭টি। এবছর ২২০০। জানালেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানালেন, হবিগঞ্জকে একটি আদর্শ জেলায় পরিণত করার স্বপ্ন নিয়ে তিনি মাঠে নেমেছেন।
Leave a Reply