হবিগঞ্জ প্রতিনিধি : আদালতের কর্মচারীদের জুডিসিয়াল সার্ভিসের বেতনস্কেলে বেতন প্রদান ও পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগবিধি প্রণয়নসহ ৩ দফা দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামান নাজু, সহ সভাপতি ফাহিমা খানম, সাধারণ সম্পাদক শাকিল মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ কান্তি দাশ পল্লব।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
Leave a Reply