হবিগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতার ৪টি মামলায় হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ সহ ১৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের আদালতে বিএনপির ৩৭ নেতাকর্মী জামিন প্রার্থনা করেন; কিন্তু বিচারক জি কে গউছ সহ ১৪ জনের জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জি কে গউছ। নির্বাচনের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে সহিংসতার অভিযোগে ৪টি মামলা দায়ের হয়। এসব মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন জি কে গউছ সহ ৩৭ জন; কিন্তু জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে তা না মঞ্জুর হয়।
জামিন আবেদন না মঞ্জুর হলে আদালত প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
Leave a Reply