হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিমকে নির্বাচিত করতে শহরের বিভিন্ন স্থানে জেলা ছাত্রদল গণসংযোগ করছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর নেতৃত্বে গণসংযোগ করেন সংগঠনের নেতাকর্মীরা।
এসময় রুবেল আহমেদ চৌধুরী সাংবাদিকদের জানান, হবিগঞ্জ একটি প্রাচীন ও প্রথম শ্রেণির পৌরসভা; কিন্তু এখনও এ পৌরসভার নাগরিকরা সবধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না।
ছাত্রলীগের মতো ছাত্রদলকেও প্রচারণার সুযোগ দিতে তিনি প্রশাসনের প্রতি দাবি জানান।
গণসংযোগে আরো ছিলেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফে রাব্বানী টিটু, রায়েদ চৌধুরী রিংকু, জহিরুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, সাইদুর রহমান, হাবিবুর রহমান রিংকু, কারী মতিন, সহ সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সদস্য ফয়সল তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইলিয়াছ আলী তালুকদার, সদস্য সিয়াম আহমেদ, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান রাকিব, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ও মুহিদুল ইসলাম।
Leave a Reply