হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে দলের জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
এসময় পুলিশের সাথে দলীয়-নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।
মঙ্গলবার দুপুরে শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়েই পুলিশের বাধার মুখে পড়ে।
এ সময় পুলিশি বাধার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক পৌর মেয়র জি কে গউছ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ ও জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক ইমরান।
Leave a Reply