হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, গ্রামের আব্দুল কুদ্দুছের সাথে একই গ্রামের বুলু দাশ, তরুণ দাশ ও অরুণ দাশদের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। তাদের পক্ষ নিয়ে গ্রামের শাহজাহান মিয়া, জাহির মিয়া ও ফরিদ মিয়া সহ কয়েকজন মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আব্দুল কুদ্দুছের দখলে থাকা পুকুরে মাছ ধরতে যান। এ সময় আব্দুল কুদ্দুছ, তার স্ত্রী ও সন্তানরা তাদের বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুল কুদ্দুছ মারা যান। আহত হন তার স্ত্রী সুন্দরনেছা ও ছেলে আছকির মিয়া সহ ৫ জন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার শেখ সেলিম জানান, এ ঘটনায় মামলা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply