হবিগঞ্জ প্রতিনিধি : ‘সতর্কতা জানবো, ব্যবহার বিধি মানবো, বালাইনাশকের উপকার ঘরে ঘরে আনবো’ এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে দিনব্যাপী বালাই নাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় ৩৫ জন বীজ ও কীটনাশক ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কায়কোবাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের সাবেক আহ্বায়ক এম এ মমিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক কৃষিবিদ রফিকুল ইসলাম, ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের এএসপিসি সিলেট অঞ্চলের সেলিম আক্তার, সদর উপজেলা কৃষি অফিসের এসএপিপিও মাহবুবুল হক, জেলা বীজ ও কীটনাশক সমিতির সভাপতি এমরান মিয়া, বাংলাদেশ সিডস এসোসিয়েশনের জেলা সভাপতি সফিকুল ইসলাম মোল্লা এবং জেলা বীজ ও কীটনাশক সমিতির সাধারণ সম্পাদক নূরুল হক।
Leave a Reply