হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আলোচিত বিউটি আক্তার হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
বিউটি আক্তারের বাবা সায়েদ আলী, প্রতিবেশী চাচা ময়না মিয়া ও ভাড়াটে খুনি কামাল মিয়াকে অভিযুক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি শাহ আলম মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
এ বিষয়ে রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, বিউটি আক্তার হত্যাকাণ্ড দেশে বিদেশে একটি আলোচিত ঘটনা। পুলিশ সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হত্যকারীদের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করেছে।
এ বছরের ২১ জানুয়ারি বিউটি আক্তারকে বাড়ি থেকে অপহরণ করা হয়। ১৭ মার্চ তার মরদেহ এলাকার একটি হাওর থেকে পুলিশ উদ্ধার করে।
Leave a Reply