হবিগঞ্জ প্রতিনিধি : বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতার সিলেট বিভাগের সেরাদের নিয়ে বাছাই পর্ব হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণকারী বিভাগের ৪ জেলার সেরা ৪টি স্কুলের মধ্যে সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়ে প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে।
প্রতিযোগিতা শেষে জনপ্রিয় কথা সাহিত্যিক দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল মিলন বিজয়ী দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহির ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অংশগ্রহণকারীরা স্কুলগুলো হলো, হবিগঞ্জ বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুল ও সুনামগঞ্জ সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ।
Leave a Reply