হবিগঞ্জ প্রতিনিধি : এবার বর্ণিল আয়োজনে হবিগঞ্জে জাতীয় যুব দিবস ২০১৭ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা যুব উন্নয়ন ভবন প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুুরী। দিনব্যাপী কর্মসূচিতে ছিল, যুব সমাবেশ, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।
জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী ও যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক ফখর উদ্দিন।
প্রধান অতিথি অ্যাডভোকেট আবু জাহির বলেন, দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
Leave a Reply