হবিগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে এবং এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী ও এম এ আজিজের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ।
এছাড়াও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, এম এ হালিম, রাশেদ আহমদ খান, মো ছানু মিয়া, সুকান্ত গোপ, কাজল সরকার, এম সজলু, এ এম শাহ আলম, আমির হামজা ও নূরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply