হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার ৪টি উপজেলায় অন্তত এক লাখ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে আশ্রয়কেন্দ্রগুলোতে চলছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেক স্থানে বিদ্যুৎ নেই। ত্রাণ বিতরণে প্রশাসনকে হিমসিম খেতে হচ্ছে।
জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, লাখাই ও বানিয়াচং উপজেলার ২২টি ইউনিয়নের অন্তত ২৫০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ২২৫টি। বন্যার্তদের জন্যে ইতোমধ্যে সরকার থেকে ৭৬৩ মেট্রিকটন চাল, নগদ ২০ লাখ ২৭ হাজার ৫০০ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণ করা হয়েছে সাড়ে ১৫ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা। প্রতিদিনই ত্রাণ বিতরণ করা হচ্ছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, আশ্রয়কেন্দ্রে যে সব বন্যার্ত রয়েছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে। খাদ্যের কোন সংকট নেই।
Leave a Reply