হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বাড়ছে সব নদীতে। ইতোমধ্যে ৭ হাজার ৪শ বাড়িঘর তলিয়ে গেছে। এসব বাড়ির লোকজন বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
বন্যা কবলিত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের কালারডোবা এলাকায় নির্মাণাধীন একটি সেতুর বিকল্প সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ। হবিগঞ্জ-লাখাইয় সড়কও তলিয়ে গেছে। তলিয়ে গেছে, ৫ শতাধিক পুকুর ও মৎস্য খামার। আজমিরীগঞ্জে কুশিয়ারা, কালনী ও ভেড়ামোহনাসহ বিভিন্ন নদীতে পানি বিপদসীমা অতিক্রম করেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের তালিকা তৈরি করে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া বন্যা মোকাবেলায় সকলকে সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply