হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বজ্রপাতে এক কৃষক ও এক শিশু মারা গেছে। আহত হয়েছে ৩ জন। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার লোকজন জানান, হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুরের একদল কৃষক রবিবার গুঙ্গিয়াজুরি হাওরে ধান কাটতে যায়। দুপুরের দিকে বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই কৃষক ডেঙ্গু মিয়া (৫০) মারা যান। এ সময় আহত হয় তার ৩ ছেলে। তাদের অবস্থা গুরুতর বলে সদর হাসপাতাল সূত্রে জানা গেছে।
অন্যদিকে বানিয়াচং উপজেলার সাঙ্গর গ্রামের মনফর মিয়ার মেয়ে সালমা আক্তার (৮) বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় বজ্রপাতে প্রাণ (৮) হারায়।
Leave a Reply