হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে গণসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বৃন্দাবন সরকারি কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। এতে অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির, ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লে কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ, মেজর শিব্বির আহমেদ, মেজর গোলাম সড়ওয়ার, ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন নজমুল হক।
পরে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি সদস্যরা মানুষের মাঝে মাক্স এবং ডেঙ্গু ও করোনায় করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
Leave a Reply