বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার, ৫ আগস্ট সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবনের নিচতলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির, জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় পনেরো আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতও করা হয়।
পরে কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ করা হয়।
Leave a Reply