হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকার এক ফার্মেসি থেকে স্বপন কুমার বৈষ্ণব নামের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্বপন (২০) কিশোরগঞ্জের অষ্টমগ্রাম উপজেলার ভাটুরা গ্রামের গোপেন্দ্র বৈষ্ণবের ছেলে। সোমবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, আল-শেফা ফার্মেসির পরিচালক রঞ্জন অধিকারী প্রতিদিনের ন্যায় রবিবার রাত ১০টার দিকে বাসায় চলে যান। আর কর্মচারী স্বপন কুমার বৈষ্ণব সার্টার লাগিয়ে ফার্মেসির ভিতরে ঘুমিয়ে পড়েন। সকালে ফার্মেসির মালিক সার্টার লাগানো দেখে কর্মচারীর নাম ধরে ডাক দেন। তাতে সাড়া না পেয়ে তিনি স্বপনের মোবাইল ফোনে কল দেন; কিন্তু রিং টোন বাজলেও কল রিসিভ না করায় তিনি স্বপনের পরিবার ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা নেতৃত্বে একদল পুলিশ এসে সার্টার ভেঙ্গে স্বপন কুমার বৈষ্ণবকে মৃত অবস্থায় দেখতে পান।
ওসি জানান, স্বপনের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্ক নিশ্চিত হওয়া যাবে না।
Leave a Reply