হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে লোকসংস্কৃতি ফোরাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুরবিতানে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, প্রযোজক মুকুল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেরাডেশনের সভাপতিমণ্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, হবিগঞ্জ সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, লোকসংগীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান ও লোকসংস্কৃতি ফোরামের জেলা সভাপতি কণ্ঠশিল্পী আকরাম আলী।
সভাপতিত্ব করেন, লোকসংস্কৃতি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হাসান রুজেন।
বক্তারা বলেন, এন্ড্রু কিশোরকে তার গান যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবে।
Leave a Reply