হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ২১ হাজার ৬৬৮ বিদ্যুৎ গ্রাহককে প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে স্থানীয় টাউন হলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ও প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস। এছাড়া জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট তাজ উদ্দিন সুফী ও বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি আহমেদ কবির আজাদ বক্তব্য রাখেন।
সিস্টেম লস কমানো, অগ্রিম রাজস্ব আদায়, গ্রাহক ভোগান্তি কমানো এবং লোড ম্যানেজমেন্টের লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হয়েছে।
Leave a Reply