হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি তাদের ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে শিক্ষকরা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
টাইমস্কেল, পিআরএল জ্যেষ্ঠতা ও পদোন্নতির দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক এমদাদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মর্তুজ আলী ও উপদেষ্টা হাবিবুর রহমান বাহার।
বক্তারা বলেন, ২০১৩ সালে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করা হয়; কিন্তু এখনও তাদেরকে সরকারি সকল সুবিধা দেওয়া হয়নি। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply