হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চাকরি প্রার্থীদের খুঁজতে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ চাকরি মেলার আয়োজন করে।
বুধবার সকালে বৃন্দাবন সরকারি কলেজে চাকরি মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। প্রাণ আরএফএল গ্রুপের হেড অব রিক্রুটমেন্ট হাবিবুল হাসান সাইমনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক (প্রশাসন) অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মামুন। অতিথি হিসেবে বক্তৃতা করেন, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ বখত চৌধুরী জালাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড মো মাসুদুল হাসান ও এনডিসি শাহ জহুরুল হোসেন।
মেলায় সকাল থেকে চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। এর আগেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজারও চাকরি প্রত্যাশী হাজির হন।
Leave a Reply