হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হালিম চৌধুরীর উদ্যোগে শিবপাশা গ্রামের বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী এসব বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, মো ইয়াহিয়া চৌধুরী, কাওছার চৌধুরী, সামায়ূন চৌধুরী, সেলিম চৌধুরী, যশু চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, মো মাসুক চৌধুরী, ব্যবসায়ী মো বেণু মিয়া, কাউছার চৌধুরী, কামাল চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, মিফতা চৌধুরী ও এনামুল হক।
বক্তারা বলেন, আব্দুল হালিম চৌধুরী প্রবাসে থেকেও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। করোনার সময়ও এলাকার দরিদ্র, অসহায় ও বেকারদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
Leave a Reply