হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রান্স প্রবাসী সাংবাদিক ফেরদৌস করিম আখনজীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতি তাকে এ সংবর্ধনা দেয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবেদ খানের সভাপতি ও সাধারণ সম্পাদক নিতেন্দ্র চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হামিদুল হক আখনজী, শিক্ষক আব্দুল কাউয়ূম, নূর মিয়া, সামছুল হক আখনজী, এনামুল হক আখনজী, সাংবাদিক এস এম সুরুজ আলী, মহিবুর রহমান উজ্জ্বল, ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম, শিপন মিয়া, সেফাজুল মিয়া, তুহিদুল হক, আশিক মিয়া, শরিফুল আখনজী ও মোহাম্মদ মোজাম্মিল।
Leave a Reply