হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সানাবই গ্রামের আমেরিকা প্রবাসী তালুকদার পরিবারের উদ্যোগে ইউনিয়নের দরিদ্র-অসহায় শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উচাইল বাজারে রাজিউড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সভাপতি আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণীতে প্রধান অতিথি ছিলেন, রাজিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুল করিম দুলাল। সম্মানিত অতিথি ছিলেন, উচাইল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেন নানু। অনুষ্ঠানে ভিডিও কনফান্সে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সাবেক সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আয়োজক আকবর হোসেন স্বপন। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শাহনেওয়াজ তালুকদার, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল হাসান, আওয়ামী লীগ নেতা আইন উল্লাহ, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
বক্তারা বলেন, এই তালুকদার পরিবারের সন্তানেরা প্রবাসে থেকেও এলাকার দরিদ্র মানুষের চিন্তা করেন। তারা বিভিন্ন সময় দরিদ্রদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন।
Leave a Reply