হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমানের প্রাপ্ত বরাদ্দ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আড়াইশ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্ত নূরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।
উল্লেখ্য, এর আগে নূরুল আমিন ওসমান ওএমএসের কার্ডধারী ৪শ জনের চালের টাকা পরিশোধ করেন।
Leave a Reply