হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে প্রথম ‘করোনা’ আক্রান্ত ট্রাকচালক নারায়গঞ্জের বাসিন্দা সিদ্দিকুর রহমান সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার দুপুরে তাকে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এ সময় তার হাতে প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা, ফুল ও খাবার তুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। আর ছাড়পত্র দেন, আবাসিক মেডিকেল অফিসার ডা শামীমা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা আশরাফ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেছুর রহমান উজ্জ্বল ও মেডিকেল অফিসার ডা দেবাশীষ দাশ।
গত ৫ এপ্রিল বাহুবল উপজেলার সন্দেহভাজন এক ‘করোনা’ আক্রান্ত ব্যক্তিকে নারায়নগঞ্জ থেকে ট্রাকযোগে নিয়ে আসায় ট্রাকচালক সিদ্দিকুর রহমান ও তার সহকারীকে আটক করে সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়। নমুনা পরীক্ষায় ১১ এপ্রিল সিদ্দিকুর রহমানের ‘করোনা’ পজিটিভ আসে।
Leave a Reply