হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দেড় শতাধিক প্রতিবন্ধী, পথশিশু ও হতদরিদ্র মানুষের মাঝে জেলা ছাত্রদল ঈদউপহার বিতরণ করেছে।
মঙ্গলবারা বিকেলে শহরের আরডি হল প্রাঙ্গণে ঈদউপহার হিসেবে জামাকাপড় বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, চলমান পরিস্থিতিতে কর্মহীন মানুষদেরকে সরকারের যে ধরনের সহযোগিতা করার কথা তা করছেনা। সরকার দরিদ্রদের সহযোগিতায় বর্থ হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মহীন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদলকে নির্দেশ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফে রাব্বানী টিটু, মহিবুল ইসলাম সুমন, নূরুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম শাওন, সাইদুর রহমান, আল-আমিন তালুকদার, শাহ আলম খান, ক্বারী আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান রাসেল, আব্দুর রউফ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব ইলিয়াছ আলী।
Leave a Reply