হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মানসিক প্রতিবন্ধী ছেলেকে মারধরের নালিশ জানাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে মতি মিয়া (৫৫) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন।
তিনি সদর উপজেলার কালনী গ্রামের শুকুর আলীর ছেলে। তার পারিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মতি মিয়ার মানসিক প্রতিবন্ধী ছেলে রতন মিয়াকে গ্রামের ফুল মিয়া ছেলে মারধর করে। রাত ৮টার দিকে মতি মিয়া এ ব্যাপারে নালিশ দিতে যান ফুল মিয়া কাছে। এসময় বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। তখন ফুল মিয়ার পক্ষ নিয়ে তার আত্মীয়স্বজনরাও মতি মিয়াকে মারধর করেন।
খবর পেয়ে মতি মিয়ার আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই জনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে মতি মিয়া অসুস্থ হয়ে পড়েন। হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply