হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কালব্যাধি প্রজেরিয়ায় আক্রান্ত শিশু তাকলিমা জাহান নিতুর পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য ও জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আশ্বাস দিয়েছেন, সবধরনের সহযোগিতার। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সহায়তার আশ্বাস মিলেছে।
শহরের শায়েস্তানগর এলাকার কামরুল হাসান ও জ্যোছনা বেগমের তৃতীয় সন্তান নিতুর বয়স মাত্র ১১ বছর; কিন্তু দেখলে মনে হয়, ষাটোর্ধ। কারণ শিশুটি এমন এক রোগে আক্রান্ত, যার চিকিৎসা দেশে নেই।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ মঙ্গলবার তাকলিমা জাহান নিতুকে দেখতে যান। কথা বলেন, পরিবারের সদস্যদের সাথে। সাংসদ ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা তুলে দেন রোগাক্রান্ত শিশুটির হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের জন্যে একটি বসতঘর বানিয়ে দেয়ারও আশ্বাস দেন।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করেন। নিশ্চয়তা দেন আরো ১০ হাজার টাকা দেয়া সহ সর্বাত্মক সহযোগিতার। হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান মিয়াও ১০ হাজার টাকা নিতুর তার হাতে তুলে দেন।
সহযোগিতার জন্যে তাকলিমা জাহান নিতুর মা জোছনা বেগম সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিতুর পরিচর্যার দায়িত্ব নেয়া বাংলাদেশ মাদকবিরোধী শক্তির যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবিকা চৌধুরী জান্নাত রাখীও সবাইকে এগিয়ে আসার জন্যে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply