হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্যে প্রতিটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম পাঠানো হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা ইভিএম গ্রহণ করেন।
পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, শেষধাপে সিলেট বিভাগে একমাত্র হবিগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার ভোটার ৫০ হাজার ৯০৩ জন। ভোটগ্রহণ করা হবে ২৪টি কেন্দ্রে। নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply