হবিগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান সহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানিভাতার দাবিতে দ্বিতীয়দিনে হবিগঞ্জ জেলার ৬টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে এ কর্মসূচি পালন করেন। এছাড়া সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্যে সড়ক বাতি ও কনজারভেন্সি সেবা সহ অন্যান্য সকল দাপ্তরিকসেবা প্রদান থেকে বিরত রয়েছেন।
অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা সামছু ও বিপিএসএর জেলা সভাপতি ফয়েজ আহমেদ।
Leave a Reply