হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, ৭ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন ভানু, সাধারণ সম্পাদক শাহ মহিবুল আলম শায়েল ও জোনাকী আক্তার।
ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মহিবুল আলম শায়েল জানান, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে সরকারি ত্রাণ বিতরণকালে ৭ নম্বর ওয়ার্ডের ৩৭ জন অতিদরিদ্র কার্ডধারী সেখানে গিয়ে ত্রাণ পাননি।
Leave a Reply