হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে ৭ গ্রমাবাসীর সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৭০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং আশংকাজনক অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, প্রায় এক মাস পূর্বে হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর ও পার্শ্ববর্তী বানিয়াচঙ্গ উপজেলার শাহপুর গ্রামের শিশুদের মাঝে ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে চাঁনপুর গ্রামের নইয়া মিয়ার ছেলে সেলিমকে তার বাড়িতে এসে শাহপুর গ্রামের নজরুল চৌধুরীর ছেলে ইমন চৌধুরী রামদা দিয়ে কুপিয়ে জখম করে। তাকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ইমন চৌধুরী ও সেলিম শাহপুর বাজারের ব্যবসায়ী।
এই ঘটনার জের ধরে শনিবার দুপুরে চাঁনপুর গ্রামের লোকজন শাহপুর বাজারে গিয়ে প্রতিপক্ষের দোকানপাট ভাংচুর ও লুটপাট শুরু করে। পরে শাহপুর গ্রামের লোকজনও পাল্টা আক্রমণ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। চাঁনপুরের পক্ষ নেয় সদর উপজেলার কাশিপুর ও গজারিয়াকান্দি গ্রামবাসী। অন্যদিকে শাহপুরের পক্ষ নেয় বানিয়াচঙ্গ উপজেলার ইয়ালা, রতনপুর, দক্ষিণ সাঙ্গর ও মক্রমপুর গ্রামের মানুষ।
খবর পেয়ে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক ও বানিয়াচঙ্গ থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply